ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম ‘সুরক্ষা’ ডিজিটাল বাংলাদেশের গর্বের ও সক্ষমতার নিদর্শন। প্রযুক্তি ব্যবহার করে কীভাবে জীবন সহজ করা যায় সুরক্ষা প্ল্যাটফর্ম তারই উৎকৃষ্ট প্রমাণ। ২৫ জুলাই সোমবার তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভাকক্ষে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এসব কথা বলেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলমের ‘জনসেবায় উদ্ভাবন’ ক্যাটাগরিতে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক পাওয়া উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
জনসেবায় উদ্ভাবন ক্যাটাগরিতে উল্লেখযোগ্য ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতি স্বরূপ দলগতভাবে ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২২’ অর্জন করলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। কোভিড ১৯ ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম “সুরক্ষা” প্লাটফর্মের জন্য এই পদক প্রদান করা হয়।
এ বছর ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক’ পেয়েছেন ৩১ ব্যক্তি ও প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে প্রশাসনের ২৭ জন কর্মকর্তা ও চারটি সরকারি প্রতিষ্ঠান।